ঢাকা,  শনিবার
০২ ডিসেম্বর ২০২৩

Advertisement

নারীর যেসব বিষয় অধিকাংশ পুরুষ পছন্দ করেন না

প্রকাশিত: ১৬:৪১, ২৩ অক্টোবর ২০২৩

নারীর যেসব বিষয় অধিকাংশ পুরুষ পছন্দ করেন না

নারী

নারী-পুরুষ উভয়েরই পছন্দ-অপছন্দে ভিন্নতা রয়েছে। উভয়েরই অভ্যাস, ব্যবহার, চলাচল বা খাওয়ার ধরনও ভিন্ন। একজন নারী যা পছন্দ করেন, পুরুষ ঠিক তার উল্টোই পছন্দ করেন।  আর এসব মিল-অমিল নিয়েই প্রত্যেই সংসার করেন কিংবা সম্পর্ক গড়ে তোলেন।

তবে অনেক পুরুষই নারীর কিছু কাজ একেবারেই পছন্দ করেন না। আর সেটি হয়তো অনেক নারী সঙ্গী জানেনও না। চলুন জেনে নেওয়া যাক নারীদের কোন কাজগুলো অধিকাংশ পুরুষ অপছন্দ করেন?

  • নারীরা সাধারণত নিজেদের মনের কথা ভাগ করে নিতে পছন্দ করে পুরুষ সঙ্গীর সঙ্গে। তবে অনেক পুরুষই ফোনে কিংবা সামনাসামনি সঙ্গীর মনের কথা দীর্ঘক্ষণ শুনতে পছন্দ করেন না। বিষয়টি যদিও অনেক পুরুষই সঙ্গীকে বুঝতে দেন না।
  • যে কোনো সম্পর্কে পুরুষ ক্ষমতায় থাকবেন, এমনই ধরে নেওয়া হয়। তা হোক সে অর্থ কিংবা ক্ষমতায়। কিন্তু নারীরা যদি সম্পর্ক নিয়ন্ত্রণ করেন তাহলে পুরুষরা তা অপছন্দ করেন। হয়তো সব সময় সবাই তা স্বীকার করেন না, তবে ক্ষমতাই হয়ে ওঠে বহু সম্পর্কে ভাঙনের কারণ।
  • অনেক সময় নারী মনের কথা মুখে প্রকাশ করেন না। এতে পুরুষ বিরক্ত হন। অনেক নারীই আশা করেন তার মনের কথা বুঝবেন সঙ্গী।

তবে অনেকেই সঙ্গীর মনে কথা ধরতে পারেন না। ফলে দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়। নারীদের এমন আশা মনে পুষে রাখার বিষয়টিও পছন্দ করেন না অনেক পুরুষ।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528