ঢাকা,  রোববার
০৭ ডিসেম্বর ২০২৫

Advertisement
Advertisement

এবার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন বীরানদীপ

প্রকাশিত: ১৫:২২, ২৫ নভেম্বর ২০২৫

এবার আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন  বীরানদীপ

বীরানদীপ

বীরানদীপ সিংআন্তর্জাতিক ক্রিকেটে নামটা খুব পরিচিত নয়। তবে মালয়েশিয়ার ক্রিকেট সম্পর্কে জানাশোনা থাকলে এই নামটা আপনার কানে আসতেই পারে।

সেই বীরানদীপই এবার আন্তর্জাতিক টিটোয়েন্টিতে গড়েছেন বিশ্ব রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে ৩০০০ রান ১০০ উইকেট নেওয়ার কীর্তি এখন এই স্পিন বোলিং অলরাউন্ডারের।

বীরানদীপ রেকর্ডটি গড়েছেন আজ কুয়ালালামপুরে, বাহরাইনের বিপক্ষে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচে। মাঠে নামার সময় তাঁর উইকেট ছিল ৯৯। বাঁহাতি স্পিনে তুলে নিলেন আরও ৩টি। দলও জিতল উইকেটে। বাহরাইন ১০৭ রান করেছিল। মালয়েশিয়া সেই রান তাড়া করে জিতল বল উইকেট হাতে রেখে। বীরানদীপ ব্যাট হাতেও খেললেন ২৩ রানের ইনিংস।

তিন হাজার রানের ক্লাবে বীরানদীপ ঢুকেছিলেন চলতি বছরের জুলাইয়ে। সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফিতে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলে তিনি সেই মাইলফলকে পৌঁছান।

তবে বীরানদীপের রেকর্ডে ভাগ বসতে পারে শিগগিরই। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা আছেন বেশ কাছে। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে তাঁর রান ২৮৪৬, উইকেট ১০২টি। আর মাত্র ১৫৪ রান করতে পারলেই তিনি বীরানদীপের পাশে বসে যাবেন।

 বাজবল নিয়ে নির্মম অস্ট্রেলীয় সংবাদমাধ্যম: ‘শব দাহ করা হবে, ছাইভস্ম হিথরোয় পাঠানো হবে

রাজা নিজের শততম উইকেটটা পেয়েছেন সম্প্রতি। ২০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এই কীর্তি গড়েন তিনি। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে টিটোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন তাঁর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ১০০ উইকেট আছে সাকিব আল হাসান মোহাম্মদ নবীর।

সাকিব অবশ্য এরই মধ্যে টিটোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। গত বছর ভারতের মাটিতে টেস্ট খেলার সময় তিনি জানান, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই। সংস্করণে সাকিবের রান ২৫৫১, উইকেট ১৪৯টি।

৪০ বছর বয়সী নবীর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ২৪১৭, উইকেট ১০৪টি। তিনি আর কত দিন খেলেন, সেটাও প্রশ্ন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531