চীনের রাজধানী বেইজিং, লিয়াওনিং প্রদেশসহ বিভিন্ন শহরে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে ‘রহস্যজনক’ নিউমোনিয়া। প্রতিদিন হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে। তাদের নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন অভিভাবকরা। এমন একটি ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ছড়িয়ে পড়েছে।
গত অক্টোবরের শেষ দিকে চীনের শিশুদের মধ্যে রহস্যজনক নিউমোনিয়া ছড়িয়ে পড়তে শুরু করে। রোগটিকে রহস্যজনক নিউমোনিয়া বলার কারণ হলো, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীরা যেমন শ্বাসকষ্টে ভোগেন, অজানা এই রোগটিতে আক্রান্ত শিশুদের মধ্যেও এ উপসর্গ দেখা গেছে। তবে নিউমোনিয়ার রোগীদের শ্বাসকষ্ট ছাড়াও কফ ও বুকে ঘড়ঘড় শব্দের মতো উপসর্গ দেখা যায়। যা আক্রান্ত শিশুদের ক্ষেত্রে তা দেখা যায়নি।
রহস্যজনক নিউমোনিয়ায় আক্রান্তদের শ্বাসকষ্টের পাশাপাশি উচ্চমাত্রার জ্বরের উপসর্গ দেখা যাচ্ছে। এছাড়া শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আক্রান্ত প্রত্যেক শিশুর ফুসফুসে ক্ষুদ্রাতিক্ষুদ্র ফোসকা বা ফুস্কুড়ি পাওয়া গেছে। জলবসন্ত রোগে মানুষের শরীরে যেমন ফোসকা ওঠে, সেসবের সঙ্গে মিল রয়েছে সেগুলোর।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশজুড়ে প্রতিদিনই আক্রান্ত শিশু সংখ্যা বাড়ছে। করোনাকালে জনগণ যেসব বিধিনিষেধ মেনে চলতেন, অজানা এই নিউমোনিয়ার ছড়িয়ে পড়া রোধ করতেও দেশের লোকজনজকে সেসব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।