ঢাকা,  শনিবার
০২ ডিসেম্বর ২০২৩

Advertisement

বুবলী তাপসের গোপন প্রেম নিয়ে যা বললেন মুন্নি

প্রকাশিত: ১৬:২৭, ৪ নভেম্বর ২০২৩

বুবলী তাপসের গোপন প্রেম নিয়ে যা বললেন মুন্নি

বুবলী তাপস

‘গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলীর প্রেমের খবর নিয়ে শনিবার (৪ নভেম্বর) সকাল থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

শনিবার তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের প্রেমের খবর ফাঁস করেন।

মুন্নীর ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে লেখা হয়, তাপস ও বুবলীর মাঝে প্রেমের সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এজন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।

তবে এর কিছুক্ষণ পর স্ট্যাটাসটি উধাও হয়ে যায়। কিন্তু স্ট্যাটাসটির স্ত্রিনশট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

এখন মিডিয়া পাড়ায়ও তাপস-বুবলীর প্রেমের খবর ও মুন্নীর স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে নানান ধরনের আলোচনা চলছে।

তবে শনিবার দুপুরে আরেকটি স্ট্যাটাস দেওয়া হয় মুন্নীর আইডি থেকে। এতে আগের স্ট্যাটাসের প্রসঙ্গে কথা বলেছেন মুন্নী। তিনি জানান, তার ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি দেওয়া হয়েছিল। মুন্নী আরও লেখেন, আমার প্রোফাইল থেকে শুক্রবার রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা আপনারা সবাই দেখেছেন। আমার প্রোফাইলটি হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে।

 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528