ঢাকা,  শনিবার
০২ ডিসেম্বর ২০২৩

Advertisement

এবার পরীমণি-বুবলীর খেলা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩

এবার পরীমণি-বুবলীর খেলা হবে

ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও পরীমণিকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখতে যাচ্ছেন দর্শকরা। ‘খেলা হবে' নামে নতুন একটি সিনেমায় তারা অভিনয় করবেন। টিএম ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। 

পরীমণি-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করবেন মুশফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু।

গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের পেজে ঘোষণা দেওয়া হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

জানা গেছে, আগামী অক্টোবরে ভারতে ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতিও মিলেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। 

সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528