ঢাকা,  শুক্রবার
০২ জুন ২০২৩

Advertisement

গোপন প্রতিভা দেশেও প্রকাশ করবেন ভাবনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫০, ২০ মে ২০২৩

আপডেট: ২৩:৫৪, ২০ মে ২০২৩

গোপন প্রতিভা দেশেও প্রকাশ করবেন ভাবনা

আশনা হাবিব ভাবনার অভিনয়ও ছাড়াও যে কোনও প্রতিভা আছে তা প্রকাশ পেয়েছে লকডাউনে। অভিনেত্রী অবসরে ছবি আঁকেন। অভ্যাসটা লকডাউনের;  ধরে রেখেছেন এখনও।

শখের বশে ছবি আঁকাআঁকি শুরু ভাবনার। সংযুক্ত আরব আমিরাতে প্রদর্শনীতেও তার ছবি জায়গা পেয়েছে।

এ অভিনেত্রী নিজের আঁকা ছবি নিয়ে বাংলাদেশেও প্রদর্শনী করতে চান। শুটিংয়ে সময় পেলে আঁকতে বসেন। বেড়াতে গিয়েও রং ও তুলি নিয়ে বসেন। এবার একদিনেই ১২টি ছবি এঁকে ফেলেছেন।

ভাবনা বলেন, ‘এই ছবিগুলো আমার মুহূর্তে বাঁচার প্রমাণ। আমার মনে হয় আমি প্রতিদিন শিল্পে বাঁচতে চাই। তাই বসে থাকি না।’

অভিনেত্রী বর্তমানে ‘এক্সকিউজ মি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে জিয়াউল রোশান। কক্সবাজারে প্রথম লটের কাজ শেষ। রাজধানীতে দ্বিতীয় লটের কাজ চলছে। রায়হান খান সিনেমাটি নির্মাণ করছেন।

অন্যদিকে ভাবনার ক্যারিয়ারের তৃতীয় সিনেমা সিনেমা ‘দামপাড়া’ সেন্সর ছাড়পত্র পেয়েছে।

Advertisement
Advertisement