ঢাকা,  বুধবার
১৮ সেপ্টেম্বর ২০২৪

Advertisement
Advertisement

১৪ বছর গোপন প্রেম, বিয়ের আগে লজ্জায় লাল ‘আলতা ফড়িং’র অমৃতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ১২ মে ২০২৩

আপডেট: ১৭:২২, ১২ মে ২০২৩

১৪ বছর গোপন প্রেম, বিয়ের আগে লজ্জায় লাল ‘আলতা ফড়িং’র অমৃতা

ছবি : ইন্টারনেট

টেলিভিশনে বেশ জনপ্রিয় মুখ মিষ্টি সিংহ। এই জনপ্রিয়তা তাকে এনে দিয়েছে ‘আলতা ফড়িং’ সিরিয়ালের অমৃতা চরিত্রটি। এর মাধ্যমে টিভিতে পরিচিতি পেয়েছেন। ধারাবাহিকটি শেষে অভিনেত্রী ব্যস্ত নিজের বিয়ে নিয়ে।

মিষ্টি সিংহ চলতি মাসের ১৮ তারিখ বিয়ে করতে চলেছেন। একটি বিলাসবহুল হোটেলে হবে বিয়ের অনুষ্ঠান। তার হবু বর ছোটবেলার বন্ধু রেমো দাস। দুজনার প্রেম চলেছে ১৪ বছর। একসঙ্গেই তারা কাটিয়ে দিলেন এতগুলো বছর; তবুও তাদের প্রেম আবিষ্কার করা যায়নি। তাদের দেখাও মেলেনি প্রেমিক-প্রেমিকা হিসেবে। তবে আর গোপন নয়, গোপন প্রেমিককে হবু বর হিসেবে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মিষ্টি।

সম্প্রতি মিষ্টি হবু বরের বাদামি চোখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এরপর রেমো দাসের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে প্রকাশ্যে আনেন তাঁর প্রেমিককে।

অভিনেত্রী বলেন, ‘আমি প্রথমে রেমোর বাদামি দুটি চোখের প্রেমে পড়েছিলাম।’

তারপর রোমোর গালে চুমু দেওয়ার ছবি পোস্ট করে লেখেন, ‘লজ্জায় লাল।’

রেমো অবশ্য টলিপাড়ায় মোটামুটি পরিচিত মুখ। রিয়েল এস্টেস্টের ব্যবসা রয়েছে তার। পাশপাশি একটি প্রযোজনা সংস্থা রয়েছে তার।

এমআর

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531