
কানাডা ও ভারতের প্রধানমন্ত্রী
ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় কানাডায় নিযুক্ত ভারতীয় এক শীর্ষ কূটনীতিককে বহিস্কার করেছে কানাডা। ওই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রমাণ আছে দাবি করে কানাডা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যালানি জোলি জানিয়েছেন, বহিষ্কৃত ওই কূটনীতিক কানাডায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশে আলাদা ও স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম বড় নেতা ছিলেন।
আরও পড়ুন: দূষিত পানি থেকে উৎপাদিত হবে বিদ্যুৎ
এদিকে ভারতীয় কূটনীতিক বহিষ্কারের পর তার পাল্টা জবাব দিয়েছে ভারত। কানাডার এক শীর্ষ কূটনীতিককে ৫ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নয়াদিল্লির এই সিদ্ধান্তে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কানাডার কূটনীতিকদের হস্তক্ষেপ ও ভারতবিরোধী কার্যক্রমে তাদের সম্পৃক্তনা ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন ঘটেছে।