ঢাকা,  শুক্রবার
০৩ মে ২০২৪

Advertisement
Advertisement

আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা

প্রকাশিত: ০৯:৩৯, ১২ মার্চ ২০২৩

আপডেট: ১৯:৩৫, ১২ মার্চ ২০২৩

আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা

ফাইল ছবি

আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে ম্যাচ। এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মিরপুরের দুটিতে হারে টাইগাররা। কিন্তু চট্টগ্রামে গিয়ে পাল্টে যায় চিত্র। শেষ ওয়ানডে নিজেদের করে নেয় তামিম ইকবালের দল।

ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরমেটেই সিরিজ জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার নিজেদের মাঠে ওয়ানডে হাত ছাড়া হলেও আশার আলো দেখছে টি-টোয়েন্টিতে।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের। আর সেই সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। টি-টোয়েন্টির এ দলটা বাংলাদেশের সেরা দল, যেখানে সবাই জানে কার কি দায়িত্ব বলে জানিয়েছেন পেসার হাসান মাহমুদ। ডেথ ওভারে ডট বল দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার পরিকল্পনা তার। ঐচ্ছিক অনুশীলনের কথা বলে মিরপুরে ঝাম ঝড়িয়েছে পুরো ইংল্যান্ড দল।

ইংল্যান্ড সিরিজে এবার টাইগারদের মিরপুরে এখনো কোনো সুখকর স্মৃতি নেই। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচেই হেরেছে এই মাঠে। তাই আজ টাইগাররা চেষ্টা করবেন নিজেদের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের বধ করে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মাধ্যমে সুখকর স্মৃতি তৈরি করা।

গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ফোকাস সম্পর্কে জানান দলের তরুণ পেস বোলার হাসান মাহমুদ। শনিবার অনুশীলন শেষে মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বেলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ওয়ানডে তো এখন শেষ। টি-টোয়েন্টির দিকে ফোকাস। আমরা ওদেরকে প্রথম ম্যাচে হারিয়েছি। এখন মোমেন্টাম অবশ্যই আমাদের দিকে। চেষ্টা থাকবে এটা ধরে রাখার।’

বি

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531