ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

Advertisement
Advertisement

`দ্যা এলিফেন্ট হুইসপার` জিতলো অস্কারের সেরা তথ্যচিত্র পুরস্কার

প্রকাশিত: ২০:৫৭, ১৩ মার্চ ২০২৩

`দ্যা এলিফেন্ট হুইসপার` জিতলো অস্কারের সেরা তথ্যচিত্র পুরস্কার

ছবি : সংগৃহীত

৯৫তম অস্কারের জমকালো আসর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে। স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে এবার সেরা তথ্যচিত্র হিসেবে অস্কার জিতেছে ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’। এ তথ্য চিত্রটির প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা, কার্তিকি গনসালভেস ছিলেন এর পরিচালক। 

অস্কার জেতার পর তথ্যচিত্রের প্রযোজক গুনীত টুইটারে লিখেছেন, ‘আমরা ভারতীয় হিসেবে অস্কার জিতেছে। দুই নারীর হাত ধরেই এই সফলতা এসেছে।’

দক্ষিণ ভারতের বন্য প্রাণীর প্রতি ভালোবাসা এবং বন্য পশুর সৌন্দর্য তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। সেখানে দেখা যায়, ক্ষুদ্র জাতিসত্তার এক দম্পতি একটি অনাথ হাতিকে পেয়ে তার যত্ন নেয়। তাকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখাসহ সবরকম দায়িত্ব পালন করে। একটা সময় হাতির প্রতি মায়ার বন্ধনে জড়িয়ে যায় তারা।

অস্কারের তথ্যচিত্র বিভাগে এবার প্রথমবারের মতো একইসঙ্গে দুটি তথ্যচিত্র মনোনয়ন পেয়েছিল ভারত থেকে। এর মধ্যে বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেলেও চূড়ান্ত আসরে পুরস্কার জেতেনি।

বি

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531