ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

Advertisement
Advertisement

ভোটের পর আর কথা রাখলেন না মাহি

প্রকাশিত: ১৯:৩১, ৮ জানুয়ারি ২০২৪

ভোটের পর আর কথা রাখলেন না মাহি

মাহিয়া মাহি

ভোটের পরদিন মাঠে শোডাউন করার ঘোষণা দিয়ে সারাদিন বাড়িতেই ঘরবন্দী হয়ে রইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেন তিনি। নির্বাচনে ট্রাক প্রতীকে তিনি ৯ হাজার ৯টি ভোট পেয়ে হেরে যান। ফলে জামানতও হারাতে হয়েছে তাকে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) মাহির শোডাউন দেওয়ার কথা থাকলেও তাকে কোনো শোডাউন দিতে দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফলের পরদিন সোমবার মাহি তানোরের বাড়িতেই অবস্থান করেন। সারাদিন বাড়ি থেকে বের হননি। এদিন তাকে শোডাউনও দিতে দেখা যায়নি। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।

প্রসঙ্গত, রাজশাহী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি ১ লাখ ৩২ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী ৯২ হাজার ৪১৯ ভোট পেয়েছেন। এ আসনে মাহি শোচনীয়ভাবে পরাজিত হয়ে জামানত হারান। তিনি ছাড়াও আরও ৮ জন প্রার্থী জামানত হারান।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531