
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
চার দিনের রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সফরে সপরিবারে ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে সফরে থাকলেও দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে নিজের শ্বশুরবাড়ি যাওয়ার কোনো কর্মসূচি নেই তাঁর। কেন যাচ্ছেন না, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
ভ্যান্সের স্ত্রী ঊষা বালা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বাবা রাধাকৃষ্ণ ও মা লক্ষ্মী ১৯৮০ সালে অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। রাধাকৃষ্ণ মাদ্রাজ আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং লক্ষ্মী একজন মলিকিউলার বায়োলজিস্ট। উভয়েই যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ঊষার সঙ্গে জে ডি ভ্যান্সের বিয়ে হয় ২০১৪ সালে। তাঁদের তিন সন্তান—দুই ছেলে ইউয়ান ও বিবেক এবং এক মেয়ে মিরাবেল।
ভ্যান্স ও তাঁর পরিবার আজ সকাল ১০টায় ইতালি থেকে দিল্লি পৌঁছান। বিমানবন্দরে তাঁদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভ্যান্সের ছেলেরা ভারতীয় কুর্তা-পায়জামা এবং মেয়ে ঘাগরা-চোলি পরে ছিলেন।
গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনার সূচি
আজ রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভ্যান্সের বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন, যেখানে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং কোয়াড শীর্ষ সম্মেলনও স্থান পেতে পারে। আগামী বছরের শেষ দিকে কোয়াড সম্মেলনের আয়োজক দেশ ভারত—এ নিয়ে প্রস্তুতিও আলোচনা হতে পারে।
ভারত সফরে ভ্যান্সের সঙ্গে এসেছেন মার্কিন প্রশাসনের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তা, যাঁরা পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত।
সফরের অন্যান্য দিক
আজই ভ্যান্স দম্পতি দিল্লির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে যাবেন। এরপর তাঁরা রওনা হবেন রাজস্থানের জয়পুরের উদ্দেশে, যেখানে এক অনুষ্ঠানে ভাষণ দেবেন ভাইস প্রেসিডেন্ট। সেখান থেকে যাবেন আগ্রায়। সফরের শেষ দিন, বৃহস্পতিবার, জয়পুর থেকেই যুক্তরাষ্ট্রে ফিরবেন।
তবে এই সফরে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ভ্যান্সের কোনো বৈঠক বা আনুষ্ঠানিক সাক্ষাতের খবর নেই। এমনকি প্রটোকল অনুযায়ী, উপরাষ্ট্রপতির ভোজ আয়োজনের কথা থাকলেও তা করছে প্রধানমন্ত্রীর দফতর। এই ব্যতিক্রম নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
অবশেষে বলা যায়, ভাইস প্রেসিডেন্টের প্রথম ভারত সফর হলেও শ্বশুরবাড়ি অন্ধ্রপ্রদেশের মাটি এখনও তাঁর কাছে অপরিচিতই থেকে যাচ্ছে।