ঢাকা,  শুক্রবার
০৯ মে ২০২৫

Advertisement
Advertisement

“ইসরায়েল কখনোই ইরানে হামলা করতে পারবে না”— রাশিয়ার গণমাধ্যমে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

প্রকাশিত: ১৬:২১, ২১ এপ্রিল ২০২৫

“ইসরায়েল কখনোই ইরানে হামলা করতে পারবে না”— রাশিয়ার গণমাধ্যমে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

ইরান পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দৃঢ় ভাষায় ঘোষণা দিয়েছেন, ইসরায়েল কখনোই ইরানে হামলা চালাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

আব্বাস আরাঘচি বলেন, “যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তা নিয়েও দখলদার ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে সক্ষম নয়। এমনকি যুক্তরাষ্ট্র হামলা করলেও, তা প্রতিহত করার মতো শক্তি ইরানের রয়েছে। তারা জানে, আমরা কতটা সক্ষম।”

তিনি আরও বলেন, “ইসরায়েল আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে অবগত। তারা জানে, যদি তারা কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করে, আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো। সুতরাং, তারা এমন ঝুঁকি নেবে না।”

রাশিয়া ও চীনের সঙ্গে গভীর সম্পর্ক

সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক কূটনৈতিক মিত্রদের প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়েছে।

তিন দেশের ঘনিষ্ঠতা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন তিনি।
আরাঘচি বলেন, “ইরান ও রাশিয়া—দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। ফলে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হয়েছে।”

কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

চলতি বছরের জানুয়ারিতে ইরান ও রাশিয়া একাধিক খাতে—রাজনীতি, প্রতিরক্ষা, অর্থনীতি, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অবকাঠামো—দীর্ঘমেয়াদি সহযোগিতার লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে।
এই চুক্তিকে পররাষ্ট্রমন্ত্রী অভিহিত করেছেন ‘উল্লেখযোগ্য অর্জন’ হিসেবে, যা দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সামগ্রিকভাবে আব্বাস আরাঘচির বক্তব্যে স্পষ্ট—ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা, কৌশলগত জোট এবং আন্তর্জাতিক অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী, এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531