ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

Advertisement
Advertisement

চিনির দাম কমার কোনো সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১৬:২৪, ২৯ নভেম্বর ২০২৩

আপডেট: ২০:০৯, ২৯ নভেম্বর ২০২৩

চিনির দাম কমার কোনো সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে চিনির দাম কমার আপাতত কোনো সম্ভাবনা নেই। চিনির আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে তা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, দেশীয় চিনির উৎপাদন নেই। ভারতীয় চিনি আমদানিও বন্ধ রয়েছে। সে কারণে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই।

বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুর নগরের সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্যপণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর- (কাউনিয়া-পীরগাছা) আসনে আবার দলীয় মনোনয়ন পাওয়া নিজের জয়ের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন,  নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য দেশের উন্নয়নের জন্য। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসনে যাকে মনোনয়ন দিতেন, তিনি তাঁর পক্ষ হয়ে কাজ করতেন। রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের উত্তরাঞ্চলে গ্যাস এসেছে। এখন অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে আগামী বছর প্রধানমন্ত্রী সদয় হয়ে ঘোষণা তিনি নিজেই দেবেন।

 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531