ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

Advertisement
Advertisement

গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান চীনা পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১৭:৪৭, ২০ নভেম্বর ২০২৩

গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে জরুরি পদক্ষেপের আহ্বান চীনা পররাষ্ট্রমন্ত্রীর

চীনা পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের গাজা উপত্যকায়মানবিক বিপর্যয়থামাতে জরুরি পদক্ষেপ নিতে  আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি। আজ সোমবার (২০ নভেম্বর) চীনের রাজধানী বেইজিংয়ে আরব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি আহ্বান জানান।

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত কমানোর লক্ষ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইন্দোনেশিয়া, মিসর, সৌদি আরব জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিরা বেইজিংয়ে বৈঠক করেছেন।  প্রতিনিধিদলের মধ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবও আছেন।

উদ্বোধনী বক্তব্যে কূটনীতিকদের উদ্দেশে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, দ্রুত গাজা পরিস্থিতি শান্ত করতে এবং যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আসুন, আমরা একসঙ্গে কাজ করি।

গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ করে ওয়াং বলেন, বিশ্বের সব দেশে গাজা পরিস্থিতির প্রভাব পড়ছে। সংঘাত যেন ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঐতিহাসিকভাবেই চীন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে তারা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে।

ওয়াং বলেন, আরব মুসলিম দেশগুলোর ভালো বন্ধু ভাই বেইজিং। আমরা সব সময় আরব মুসলিম দেশগুলোর বৈধ অধিকার স্বার্থকে দৃঢ় সমর্থন জানিয়েছি। সংঘাতে ন্যায়বিচার ন্যায়পরায়ণতার পক্ষে চীন সুদৃঢ় অবস্থান নিয়েছে।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531