ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

Advertisement
Advertisement

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কি অন্য কেউ ব্যবহার করছে? জানতে যেভাবে চেক করবেন

প্রকাশিত: ২১:১৪, ১৩ নভেম্বর ২০২৩

আপনার ফেসুবক অ্যাকাউন্ট কি অন্য কেউ ব্যবহার করছে? জানতে যেভাবে চেক করবেন

ফেসবুক সিকিউরিটি

সারাদিনের গুরুত্বপূর্ণ অনেকটা সময়ই প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু ফেসবুকে থাকা তথ্য সংগ্রহ করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। জন্য ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করার পাশাপাশি বিভিন্ন ধরনের ম্যালওয়্যার আক্রমণ চালিয়ে থাকেন তারা। কিন্তু তা জানতে পারেন না ব্যবহারকারীরা। ফলে হ্যাকাররা সহজেই অন্যদের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করে দূর থেকে নজরদারি করেন। ফেসবুকে থাকা বিভিন্ন নিরাপত্তাসুবিধা ব্যবহার করে চাইলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট গোপনে অন্য কেউ ব্যবহার করছে কি না, তা জানা সম্ভব।

আরও পড়ুন: সীমাবদ্ধতা কাটিয়ে চ্যাটজিপিটিতে আসলো ইন্টারনেট ব্রাউজিংয়ের সুযোগ!

আপনার ফেসবুক অ্যাকাউন্ট গোপনে অন্য কেউ ব্যবহার করছে কি না, তা জানতে প্রথমেই তা পরীক্ষা করতে হবে। কোথায়, কখন, কোন কোন যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, তা জানার জন্য স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপের প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ঢুকতে হবে। এরপর সেটিংস অপশন নির্বাচন করে অ্যাকাউন্টস সেন্টারের নিচে থাকাসি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার’– ট্যাপ করতে হবে। এবারপাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিঅপশনে ক্লিক করে সিকিউরিটি চেকসের নিচে থাকাহোয়্যার ইউ আর লগড ইনট্যাপ করেঅ্যাকাউন্টনির্বাচন করলেই পরবর্তী পৃষ্ঠায় কোথায়, কখন, কোন কোন যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করা হয়েছে, সেটির তালিকা দেখা যাবে। অপরিচিত কোনো যন্ত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা থাকলে তৎক্ষণাৎ সেটি লগআউট করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531