ঢাকা,  রোববার
১৫ ডিসেম্বর ২০২৪

Advertisement
Advertisement

২৮ অক্টোবর সহিংসতার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২১:২৬, ২৮ অক্টোবর ২০২৩

আপডেট: ১৪:১৪, ২৯ অক্টোবর ২০২৩

২৮ অক্টোবর সহিংসতার ঘটনায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র

২৮ অক্টোবর বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশের দিন ঢাকায় সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য দক্ষিণ এশিয়া বিভাগ এক টুইটে তাদের প্রতিক্রিয়া জানায়।

টুইট বার্তায় বলা হয়, আমরা সব পক্ষকে শান্ত সংযমের আহ্বান জানাচ্ছি। আমাদের ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত ঘটনা পর্যালোচনা করা হবে।

এদিকে সংঘর্ষের ঘটনার বিবৃতি দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। বিবৃতিতে জানানো হয়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য।

তারা আরও জানায়, সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি সংযম দেখাতে আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

এর আগে সরকার পতনের এক দফা দাবিতে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ আয়োজন করে। এজন্য ওই এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে এবং পুলিশ সমাবেশে আসা নেতা কর্মীদের ছত্রভঙ করে দেয়।   সংঘর্ষে এক পুলিশ সদস্য ও এক যুবদল নেতা নিহত হয়। ছাড়া  বাস, পিকআপসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়া হয়। এমনকি প্রধান বিচারপতির বাসভবনে ঢিল ছোড়াসহ রাজারবাগে পুলিশ হাসপাতালেও আগুন দেয়ার ঘটনা ঘটে।

Advertisement
Advertisement

Warning: Undefined variable $sAddThis in /mnt/volume_sgp1_05/dikdorshon/public_html/details.php on line 531