ঢাকা,  শনিবার
০২ ডিসেম্বর ২০২৩

Advertisement

ওকিনাওয়ার দিকে অগ্রসর হতে পারে ‘কোইনু’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ওকিনাওয়ার দিকে অগ্রসর হতে পারে ‘কোইনু’

ফিলিপাইনের পূর্বদিকের সাগরে সৃষ্টি হয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় কোইনু। ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ-পশ্চিম জাপানের ওকিনাওয়া জেলায় দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া কর্মকর্তারা। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার ভোর ৩টায় একটি নিম্নচাপ জোরালো হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। খবর এনএইচকে'র।   

বর্তমানে কোইনুর কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬৪ দশমিক ৮ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঝড়টির কেন্দ্র থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং ২২০ কিলোমিটার উত্তর-পূর্বদিকের মধ্যে ঘণ্টায় ৫৪ কিলোমিটারের চেয়ে বেশি বেগে বাতাস বয়ে যাচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে পশ্চিম থেকে উত্তর দিকে এর গতিপথ পরিবর্তন করে নিতে পারে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ওকিনাওয়া জেলায় প্রবল বাতাস বয়ে যেতে পারে।

এরইমধ্যে ওকিনাওয়ার বাসিন্দাদের জলোচ্ছ্বাসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে কোইনু ওকিনাওয়া জেলায় আঘাত হানলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তা জানা যায়নি। জেলা থেকে এখনও কাউকে অন্যত্র সরিয়ে নেয়া হয়নি।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 528