
কানাডার নোভা স্কোটিয়া প্রদেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রদেশটিতে এরইমধ্যে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে একেবারে ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ১৬ হাজারের বেশি নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। খবর বিবিসি
সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নোভা স্কোটিয়ার বৃহত্তম শহর হ্যালিফেক্সের কাছে প্রায় ১৬ হাজার ৪শ’ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
স্থানীয় সময় রোববার (২৮ মে) দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ২৫ হাজারের বেশি একর এলাকায় দাবানল ছড়িয়েছে। এই অঞ্চলের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুনে অন্তত ২৫০টি ভবন ধ্বংস হয়েছে। পুরো প্রদেশে ২ শতাধিক দমকলকর্মী মোতায়েন হয়েছে। এরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে।
আশার কথা হলো, নোভা স্কোটিয়ায় দাবানলের কারণে এ পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি।