
ছবি : সংগৃহীত
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১২ মে) রাত নয়টার বুলেটিনে আবহাওয়া অফিস এই নির্দেশ দেয়। এর আগের বুলেটিনে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছিল।
প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলের ৮৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তাই এই তিন সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।
উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো এই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।
আর মোংলা সমুদ্রবন্দরে এখনো ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে।