ঢাকা,  শনিবার
০৪ মে ২০২৪

Advertisement
Advertisement

নারীদের নগ্ন হয়ে সাঁতার কাটার বৈধতা দিল জার্মানি

প্রকাশিত: ১০:২৪, ১২ মার্চ ২০২৩

নারীদের নগ্ন হয়ে সাঁতার কাটার বৈধতা দিল জার্মানি

ছবি : সংগৃহীত

পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সমাজের বিভিন্ন জায়গায় কাজ করছেন নারীরা। কখনো আবার যোগ্যতার বলে পুরুষদের নেতৃত্বও দিচ্ছেন নারী। 
সামাজিকভাবে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এ তালিকার প্রথমদিকেই থাকবে জার্মানির নাম।

সম্প্রতি দেশটির রাজধানী বার্লিনের সুইমিং পুলে নারী-পুরুষের সমতায়ন আনা হয়েছে। এখন থেকে পুরুষদের মতোই সাধারণ সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটতে পারবেন নারীরাও। এক নারীর অভিযোগের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, বেশ কিছুদিন আগে এক তরুণী পোশাক ছাড়াই শহরের কোনও একটি সুইমিং পুলে সাঁতার কাটতে চেয়েছিলেন। কিন্তু তাকে পানিতে নামতে দেওয়া হয়নি। এই ঘটনার পর থেমে থাকেননি তরুণী। এরপর নারী-পুরুষের সমান অধিকার চেয়ে সিনেটেও আবেদন করেন ওই তরুণী। সব দিক খতিয়ে দেখে সেখানকার স্থানীয় প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে। আর রায় যায় তরুণীর পক্ষে।

খবরে আরও বলা হয়, আইনি জটিলতা পেরিয়ে সাম্য রক্ষার অধিকার নিয়ে লড়াই করা সহজ ছিল না ওই তরুণীর।

কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি শহরের নারীরা। বার্লিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরুষরাও।

বি

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531