ঢাকা,  শনিবার
২৭ জুলাই ২০২৪

Advertisement
Advertisement

মানারাত ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষকদের নিয়ে আইকিউএসির প্রশিক্ষণ কর্মসূচি

প্রকাশিত: ২১:৫০, ২০ মে ২০২৪

মানারাত ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষকদের নিয়ে আইকিউএসির প্রশিক্ষণ কর্মসূচি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া কাম্পাসের সেমিনার হলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইকিউএসির পরিচালক স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মোঃ মাহবুব আলম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান নবাগত শিক্ষকবৃন্দকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে তাদের উত্তরোত্তর সফলতা ও ভবিষ্যত জীবনের সমৃদ্ধি কামনা করেন।

নবাগত শিক্ষকবৃন্দও এ সময় তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /mnt/volume_sgp1_05/p1kq0rsou/public_html/details.php on line 531