ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

ওয়াশিং মেশিন থেকে কী কী রোগ ছড়াতে পারে?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৩, ২২ নভেম্বর ২০২৪

ওয়াশিং মেশিন থেকে কী কী রোগ ছড়াতে পারে?

ওয়াশিং মেশিন জামা কাপড় পরিষ্কারের কাজকে অনেক সহজ করে। জীবনে এনে দেয় স্বস্তি। কিন্তু জানেন কি, ওয়াশিং মেশিন থেকেই ছড়াতে পারে নানাবিধ অসুখ? প্রতিবার কাপড় পরিষ্কারের পর মেশিন ঠিকঠাক পরিষ্কার না করলে বিভিন্ন অসুখ ছড়াতে পারে। জামাকাপড় থেকে বের হওয়া ময়লা, সাবান-পানি ওয়াশিং মেশিনে আটকে থাকে দিনের পর দিন। আর সেখানে ব্যাকটেরিয়া, ছত্রাকের বাসস্থান গড়ে ওঠে। আবার ওয়াশিং মেশিনের ‘ডিসপেনসর ড্রয়ার’ বা বিশেষ খাপেও জীবাণু জন্মায়। কারণ এই খাপটিতে প্রচুর সাবান, ময়লা লেগে যায়। তাই যন্ত্রটি নিয়মিত পরিষ্কার না করলে তা থেকেই নানা রোগ ছড়াতে পারে।

ই কোলাই থেকে হতে পারে পেটের রোগ
দূষিত পানিতে ই কোলাই জন্মায়। ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার ময়লা, জমে থাকা সাবান পানিতে এই ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়া  শরীরে ঢুকলে তা মারাত্মক ডায়েরিয়ার কারণ হয়ে উঠবে। এই ব্যাকটেরিয়া মূত্রনালিতে চলে গেলে মূত্রনালিতে সংক্রমণ (ইউটিআই) হতে পারে। তখন জ্বর, তলপেটে ব্যথা, বার বার প্রস্রাব পাওয়া, প্রস্রাবের সময়ে জ্বালা ইত্যাদি হবে। ব্যাকটেরিয়া কিডনিতে পৌঁছে গেলে পায়েলোনেফ্রাইটিসের মতো রোগও হতে পারে।

স্ট্যাফাইলোকক্কাসের সংক্রমণে ত্বকের রোগ হতে পারে
ভেজা, স্যাঁতসেঁতে জায়গায় স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া জন্মায়। এই জীবাণু ত্বকের সংক্রমণের কারণ হতে পারে। এ জীবাণুতে আক্রান্ত হলে ফোস্কা, ব্রণ-ফুস্কুড়ি বা র্যা শের সমস্যা তো হবেই, স্কিন কেরাটোসিস, একজ়িমা, কনট্যান্ট ডার্মাটাইটিসের মতো ত্বকের রোগও হতে পারে। তাই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পরে গরম পানি দিয়ে মেশিনটি পরিষ্কার করে নিন।

ছত্রাকের সংক্রমণে হতে পারে শ্বাসপ্রশ্বাসের রোগ
ক্যান্ডিডা ও মোল্ডের মতো ছত্রাক ওয়াশিং মেশিনে জন্মাতে পারে। ছত্রাকের সংক্রমণ থেকে ত্বকের সংক্রমণ তো বটেই, শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত রোগও হতে পারে। ত্বকে লালচে র্যা শ হতে পারে। এমনকি সোরিয়াসিসও দেখা দিতে পারে। পাশাপাশি, সংক্রমণ ছড়াতে পারে চোখেও। ওয়াশিং মেশিনের কাপড় কাচার জায়গাটি ভিনেগার দিয়ে পরিষ্কার করতে পারেন। তারপর বেকিং সোডা ছড়িয়ে কুসুম গরম পানি ঢেলে মেশিনটি চালান।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531