ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

মোদির সঙ্গে দেখা করল বলিউডের কাপুর পরিবার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৮, ১১ ডিসেম্বর ২০২৪

মোদির সঙ্গে দেখা করল বলিউডের কাপুর পরিবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে বলিউডের কাপুর পরিবার। দেখা করার পরদিন (বুধবার) সকালে নীতু কাপুর, রণবীর কাপুর, কারিনা কাপুরসহ পরিবারের সদস্যরা পৃথকভাবে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সামজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকের প্রশ্ন, হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা করলেন তারা।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পৌরাণিক, ইতিহাস নির্ভর, দেবদেবী নির্ভর ভারতীয় সিনেমাকে প্রথম প্রাপ্তবয়স্ক করে গড়ে তুলে আন্তর্জাতিক মানে রূপ দেন রাজ কাপুর। এ প্রজন্ম তাঁকে রণবীর কাপুর, কারিনা কাপুরের দাদু বলেই চেনেন। সেই ‘দাদু’র ১০০ বছর জন্মবার্ষিকীতে আয়োজিত আরকে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার মুম্বাই থেকে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা।

এসময় ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, সাইফ আলী খান, ঋদ্ধিমা কাপুর সাহনি ও তার স্বামী ভারত সাহনি, রিমা জৈন এবং স্বামী মনোজ জৈন, তাদের ছেলে আরমান।

আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত সেই বিশিষ্ট অভিনেতার ১০টি প্রথম 

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531