ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

রাজনীতিতে যোগ দিলেন ডা. তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২০, ১১ ডিসেম্বর ২০২৪

রাজনীতিতে যোগ দিলেন ডা. তাসনিম জারা

জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন। রাজনীতিতে পা রেখে সবার দোয়ার পাশাপাশি পরামর্শ ও সমর্থন চেয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তিনি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

পোস্টে ডা. তাসনিম জারা বলেন, আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হলাম। সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সব নাগরিকের মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদি প্রচেষ্টা। তবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

তাসনিম জারা আরও বলেন, আমি জানি না আমরা কতটা সফল হতে পারব। তবে এই পরিবর্তন আনার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

নিজের ভূমিকাকে কার্যকর করতে তিনি সবার পরামর্শ ও সমর্থনের অনুরোধ জানিয়ে বলেন, আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন এবং ভালো কিছু করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531