ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর স্পিকার-মাইক বাজানো নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৫:১১, ৮ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর স্পিকার-মাইক বাজানো নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার করে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদে উপাচার্য বাসভবনের সামনে সাউন্ডবক্স এনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ করেছেন টিএসসি সংলগ্ন দুই নারী হলের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা ছয়টার পর থেকে টিএসসি এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে। 

শনিবার রাত ১০টার দিকে রোকেয়া হল এবং শামসুন নাহার হলের কতিপয় শিক্ষার্থী রিকশায় সাউন্ডবক্স ভাড়া করে উচ্চ শব্দে গান বাজাতে শুরু করেন। পরে তাদের সঙ্গে বিভিন্ন হলের শিক্ষার্থীদেরও যোগ দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিনিয়ত টিএসসিসহ আশেপাশে গভীর রাত পর্যন্ত উচ্চ আওয়াজে নানা অনুষ্ঠান হয়। এতে পাশে থাকা দুইটি নারী হলে পড়াশোনা, ঘুমে ব্যাঘাতসহ বিভিন্ন শারীরিক-মানসিক সমস্যায় ভোগেন শিক্ষার্থীরা। উচ্চ আওয়াজে মাথাব্যথাসহ অসুস্থ হয়ে পড়েন অনেকে। বারবার নানাভাবে প্রশাসনকে জানিয়েও এই সমস্যার সমাধান হচ্ছে না। তাই তারা অভিনব প্রতিবাদে নেমেছেন।

Advertisement
Advertisement

Notice: Undefined variable: sAddThis in /home/dikdorshon/public_html/details.php on line 531